Thursday, November 20, 2014

rishi026@gmail.com


বায়বিক পেহচান
....... ঋষি

সমস্ত অধিকার নিয়ে আমি তোর বুকে
আছড়ে পড়া সমস্ত সত্বার বাইরে বায়বিক পেহচান।
আমি আগলে রেখেছি
দুহাতে আগুন জ্বেলে ছুটে গেছি হৃদয়ের অন্ধ কুঠরিতে।
আলো জ্বাল ,জ্বেলে দে পিরিতের প্রদীপ সত্যের কিনারায়
সমস্ত হিসেবের বাইরে
নিজেকে আলোকময় কর,কত আলো এ পৃথিবীর।

শরীর ঘেঁষে তোর মুখে ফুচকার ঝাল
কোনো অছিলায় অন্ধকার খুঁজে ঠোঁটে তৃষ্ণা।
নিভে যায় না ,বাঁচা যায় না
মিথ্যে আভিধানিক জীবনের বায়বিক পেহচান।
কখনো কোনো কামার্ত জানোয়ারের শারীরিক দাঁত
ঘষতে থাকে উন্মুক্ত স্তনে
নখ বসে যায় চামড়ার শরীরে।
অথচ অদ্ভূত  পরিচয় অজানা থাকে হৃদয়ের অবকাশে
আদরে জড়ানো যায় না বায়বিক পেহচান।

সমস্ত অধিকার নিয়ে আমি তোর বুকে
খুঁজে নিচ্ছি নিজের পরিচিত স্টাইলের পরিচিত আমাকে।
সিগারেটের প্রতিটা রিঙে বায়বিক পেহচান তৃষ্ণা
মিশতে মিশতে মিশে যায় তোর গভীর চোখের হৃদয়ে।
কানে কানে ফিসফিস এই পেহচান
বায়বিক মাত্রার বাইরে অনন্য কোনো শারীরিক প্রশ্ন চিন্হ
পেহচান বায়বিক কিন্তু আমরা নই। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...