Friday, November 7, 2014

RISHI026@GMAIL.COM

বুঝলি বাঁচতে চাই
.......... ঋষি

জীবন এমন নয়
জীবন রৌদ্রে ভেজা অন্য সকাল।
জীবন স্বপ্নিল দাপটে আদরের নৌকো
ভাসতে চায় ,ভেসে যেতে চায়।
সময়ের ওপারে অন্য কোথাও
যেখানে দুরত্ব দৌরাত্ম নয়।
যেখানে জীবন যন্ত্রণা নয়
আর প্রেম নির্ভর নয়।

শব্দের শরীরে শব্দের আস্ফালন
অজস্র কবিতারা ধুলোয় গড়াগড়ি জীবন।
কয়েকশো নপুংসক জীবনের চিত্কার
আজীবন ভালো আছি বলতে চাই।
এক বিশ্বাস ভালো থাকা
ভালো থাকতে চাই।

বেঁচে থাক জীবন
একলা বৃষ্টিতে সিফনের শাড়িতে তোর মত।
যদি সত্যি তুই আসিস,যদি সত্যি ভালোবাসিস
এ জীবন যন্ত্রণা নয়।
আমার কবিতায় শব্দের সারির কোলাহল
আর হলাহল নয়।
সত্যি  বেঁচে থাকা কল্পনার বাইরে
তোকে জড়িয়ে কাঁদতে চাই।  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...