Sunday, November 23, 2014

RISHI026@GMAIL.COM

অচেনা তোমাকে
.......... ঋষি

কোনো এক বিকেলবেলা
জড়ানো কফিকাপে শুয়ে থাকা সময়ের ভিড়।
ফাঁকা ফুটপাথে কেউ হেঁটে যায় হিসেবের বাইরে
অন্য কোথাও
যেখান থেকে পথ চলা শুরু আর জীবন শেষ।

এমনি এক জড়ানো দিনে
বিকেলের কফি কাপে তোমার ঠোঁট আমার উষ্ণতা ছুঁয়ে।
আমার খোলা বোতামের জামার গভীরে
ছুঁয়ে যায় মুহূর্ত।
উফ্ফ্স জিভ পুড়ে যায় ,সত্যি তাই
তাই তাই তাই জীবন পুড়ে যায়।
হাসি পায় হৃদয় পুড়ে যায়
চেনা চেয়ারে  অচেনা তোমাকে আবারও  চেনা যায়।

কোনো এক বিকেলবেলা
ফুরিয়ে যাওয়া আলোয় হঠাৎ  লোডসেডিং।
ফাঁকা ফুটপাথে ,হাজার অলিগলি চেনা কফিসপ
অন্য কোথাও
অচেনা লাগে হাজারো তোমার মাঝে অন্য তোমাকে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...