Thursday, November 13, 2014

RISHI026@GMAIL.COM

সেই লোকটা
.......... ঋষি

সেই লোকটা
যে সন্তানের কপালে চুমু খেয়ে ভাবে
ভীষণ জীবিত সে।

সেই লোকটা
যে প্রমিকার কপালে চুমু খেয়ে ভাবে
আরো কতটা জীবিত থাকা যায়।

লোকটার হৃদস্পন্দনে লোকানো শব্দ মহলে
সকল সম্পর্ক্য একটা স্পর্শের মত।
যার আয়নার মুখটা বারোয়ারী ক্লাবের বারোয়ারী পুজো ,
যাকে তার এক বান্ধবী বলেছিল
কতটা বিলোলি নিজেকে।
সে হেসেছিল বলেছিল
যতটা বিলোলে নিজেকে জীবিত রাখা যায়
আর যতটা জানলে নিজেকে মেরে ফেলা যায়।

সেই লোকটা
যার নামের অর্থে পার্থিব সকল শান্তির অবসান
ভীষণ  বাউলে সে।

সেই লোকটা
যার আয়নার মুখটা নিজের অস্তিত্বের কাছে
অস্থির পৃথিবী।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...