Sunday, November 23, 2014

RISHI026@GMAIL.COM

বদলানো পেন্ডুলাম
........... ঋষি

যাওয়ার আসার আছিলায়
সময় বদলায় মুখোমুখি বদলানো নাটকে।
অভিসম্পাত সম্পর্কের মাঝে আটকানো পেরেকটা
আলগা হয় ,খুলে যায় ,সরে যায়।
হিসেবী বোঝাপড়ায় পা মাপা দুরত্বরা
বাড়তে থাকে হৃদয় থেকে রৌদ্র ,মেঘ ,বৃষ্টি
মিশে যায় শরীরের মত দু হাত মাটি।

জীবন আমাদের হাসতে শেখায় ঠিক ,বলে ভালো থেকো
হৃদয় আমাদের ভালোবাসতে শেখায় ঠিক ,বলে সুখে থেকে।
ভালো থাকা ,সুখে থাকা আয়নার দুরত্বের দুর্বলতা
ভাঙ্গা আয়নায় মুখ দেখা যায় ,টুকরো টুকরো কাঁচ ফুটে যায়।
ফুটতে থাকে হৃদয়ের কোথাও
ভাঙ্গা কাঁচ জোড়া যায় না।


যাওয়া আসার অছিলায়
মুহুতরা জমা হয় ,জমানো হৃদয়ের পাতায় পাতায়।
ফুটে ওঠা সংজ্ঞার অধিকার জীবনের উপসংহার
টানতে ইচ্ছে করে ,হয়তো না টানা যায়।
কিন্তু হিসেবী সময়ের পেন্ডুলামে জীবন কাছে ডাকে
বাঁচতে চাই আবার সম্পর্কের মাঝে,
হাসিকান্নার পা মাপা দূরত্বে মিশে যায়। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...