Sunday, November 23, 2014

RISHI026@GMAIL.COM

দূরত্বের হিসাব
............ ঋষি

অনেকটা দুরে সরে যেতে পারিস
কিন্তু পাথর ভাঙ্গার শব্দটা বদলায় না।
বুকের পাথরে অজস্র হাতুড়ির আঘাত
জীবন খুঁজছে সম্পর্কের মানে।
কিন্তু আসলে কি জানিস
সম্পর্কের মানেটা বদলায় না।

অনেকটা দুরে সরে যা
বুকের পাথর ভেঙ্গে  উঠে আসুক জ্বলন্ত লাভা।
রক্ত নদীতে চান করুক এই সবুজ পৃথিবী
ধ্বংস আর মাংসের মাঝে আঁকড়ে ধরি হৃদয়।
আমি এগিয়ে যায়  গোমতী সঙ্গমে
হাজারো বছরের তপস্যার পর বুকের আগুনে জ্বলন্ত তুই
আমার কবিতায়।

অনেকটা দুরে সরে যেতে পারিস
কিন্তু পাথরের টুকরোগুলো একি থাকবে।
প্রতি আঘাতে আর্তনাদ হৃদয়
ভালোবেসে তোকেই কাছে ডাকবে।
আসলে সরে গিয়ে দুরে থাকা যায়
কিন্তু দুরে থেকে আরো সরা যায় না। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...