Wednesday, November 12, 2014

RISHI026@GMAIL.COM

বিশ্বাস শব্দটা
............. ঋষি

বিশ্বাস শব্দের আভিধানিক নোলকে আটকানো
অজস্র ঝরনার মতো স্তব্ধতা আমাকে ঘিরে।
ক্লান্ত পথিকের পায়ের তলায় চুর চুর বিশ্বাস জানতে চায়
বিশ্বাস আছে কোথায়,কোন হৃদয়ে
কোন গহীনে।
সে কি কোনো ঘর ছাড়া পাখি
কোনো বাউলে হৃদয় অথবা সোনালী রৌদ্র।
না কি চেতনার ভিড়ে অস্তিত্বের ঢেউ
কোথায় সে।

বিশ্বাস শব্দের জ্বলন্ত দাগগুলো  সব যন্ত্রণা
যেখানে স্মৃতিরা উচ্ছল ঢেউ।
লাভার মত আঁকড়ে থাকে শরীরের মাটি
বয়ে যায় গভীর থেকে গভীরে।
বিশ্বাস আছে কোথায়,কোন হৃদয়ে
কোন গহীনে।
সে কি শ্রাবনের প্রথম ধারা
মেটে গন্ধ ভালো লাগা অনুভব বেঁচে থাকা
জ্বলন্ত বিশ্বাসের সাথে।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...