Sunday, November 2, 2014

RISHI026@GMAIL.COM

জীবনের ভূমিকায়
............... ঋষি

সেদিনও তুমি খুব হেসেছিলে
ফুটপাথ ধরে চতুষ্কোণ সময়ের বুকে মাথা রেখে।
লাদাখের হিমেল স্পর্শে ,কিংবা পাঞ্জাবের সর্ষে খেতে
ক্রমাগত শাড়ি  বদলে বদলে গোলাপ বাগানে
সময়ের বুকে  মাথা রেখে।
আমি হেঁটেছিলাম পকেটে হাত রেখে সময়ের পাশে পাশে
অথবা বাইকের ফিফথ গিয়ারে সময়কে  নিয়ে ছুট
আশর্য দেশে।

কয়েক পলকে ,কয়েক মুহুর্তের জীবনের পরে
সেদিন তুমি ফিরে গেছিলে এই পথ ধরে।
মরুভূমির অজস্র চোরাবালি তুমি  হেঁটে গেলে
কিংবা সেই আত্মার সাথে সময় জড়িয়ে।
তোমার গায়ে লাল চুরিদার গোলাপ বাগানে
আমার গায়ে স্প্রে কয়েক ফোঁটা।
গোলাপী গন্ধ মাখা আমি হৃদয়ের  দায়ে
একি পথে একি ভূমিকায়।

সেদিন তুমি খুব কেঁদেছিলে
উত্তাল গুরুগম্ভীর সমুদ্রের মাঝে একলা সময়।
আফ্রিকান কোনো জঙ্গলের সবুজে আমাদের সবুজ সময়
তুমি হারিয়ে দিলে সময়ের সাথে।
কিন্তু আমি আজও  দাঁড়িয়ে সিমলার সেই বরফ চূড়ায়
দুহাত ছড়িয়ে আদরের মত
কোনো প্রাচীন ভগ্নস্তুপের পাশে  অপেক্ষায়। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...