Sunday, November 16, 2014

rishi026@gmail.com

মন তুই চলন্তিকা
...........ঋষি

এই মন তুই চলন্তিকা নাকি
সাদা দহনের উদ্দেশ্যে রাস্তার পাশে দেখিস সেই ছেলেটাকে।
আচ্ছা তুই সত্যি করে বল  চলন্ত এই পৃথিবীর আঙ্গিনায়
তোর কি সত্যি মনে পরে না আমায়।
আমার হাজারো বছরের প্রতিক্ষার ওপারে কোথাও কি
কেউ দাঁড়িয়ে থাকে না তোর অপেক্ষায় ,
তুই সত্যি করে বল তোকে কি কেউ ভালোবাসে না।

অন্ধকার গলির শেষে যেখানে অশরীরা  শরীর ঘেঁষে দাঁড়ায়
সেখানে শুধু পোড়া গন্ধ পায়।
সূর্য ওঠে নতুন সকালে তোর মুখ বেয়ে তোর ঠোঁটে
তোর বুকে কেউ কি হাত রাখে না।
তুই কি সত্যি  স্পর্শ পাস না
সত্যিকারের  বল তুই কি আমায় ভালোবাসিস না।

এই মন তুই চলন্তিকা নাকি
সস্তার ম্যাগাজিনে শরীরের উষ্ণতায় তুই কোথায়।
তুই তো রাস্তায় চলতে পারিস না
আমার হৃদয়  মোড়া  এক দেরাজ গোলাপ পাতায়।
তুই এগিয়ে আসিস ,আমার শান্তি হয়ে ,
একবার বল প্লিস
রাস্তার পাসে তুই আমায় দেখতে পাস না। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...