Wednesday, November 26, 2014

rishi026@gmail.com

আমার প্রশ্রয়
.................. ঋষি

যদি জীবিত থাকি
ফিরে এসে ডেকো আমায় গোপন আলিঙ্গনে।
জীবন যেখানে শেষ ,সেই মুহুর্তে
তুমি নেমে এসো আকাশ পরী আমার জীবনে।

তোমার কাছে চাওয়ার মত আমার কিছু নেই
শুধু এই মাত্র সম্বল ,আমি বেঁচে।
তোমাকে দেওয়ার মতোও আমার কিছু নেই
শুধু জোছনা রাত্রির আকাশটুকু ছাড়া।,
কারণ তুমি তো আকাশ আমার মুক্তি।
আর তুমি সেই অদ্ভূত বিকেলবেলার অদ্ভূত পদচরণ
আমার বুকের সোনালী আশ্রয়।

যেদিন তুমি এসেছিলে খুব কাছে
আরো কাছে আমার চাওয়া পাওয়া পৃথিবীর কিনারায়।
এক সমুদ্র আলো আকাশ থেকে ভালো থাকার নামে
তুমি ,তোমার আমিত্বে আমার প্রশ্রয়।   

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...