Wednesday, November 19, 2014

RISHI026@GMAIL.COM

ঘুম ভেঙ্গে গেলো
........... ঋষি

যেদিন কালোকুকুরের পেটে সাদা ঘি
যেদিন শিশ্নের আগুনে জ্বলে ওঠে জ্বলন্ত তলোয়ার ,
তুই বলিস আমি  বাজে।
আর আমি  আকাশের দিকে তাকায় ,দু হাত বাড়ায়
বাজতে থাকে হৃদয়ের গভীরে কোথাও  তোর স্পর্শ
তোর অনুরণন হৃদয়ের তারে স্পর্শের  ধবনি।

অনেকটা চর্বির পাহাড়ে দাঁড়িয়ে
থাকে থাকে নিজিকে গুছিয়ে রাখি অনমনস্ক আলমারিতে।
প্রথম থাকে প্রেম তুই  ,দ্বিতীয় থাকে যন্ত্রণা
তারপর অভিমান ,দূরত্ব ,দৌরাত্ম ,সমাজ ,মাটি ,পৃথিবী  একে একে
আর সবার শেষে আবার তুই প্রেম।
অদ্ভূত আমার আলমারির মর্যাদায় তুই ছাড়া কেউ নেই
শেষ আর শুরু শুধু তুই মন।

সেদিন কালো কুকুরটা ফুটপাথ দিয়ে তোর হৃদয়ে
চাটছিল তোর হৃদয়টা আদরে।
তুই বল্লি যা পালা এখান থেকে  ঢিল ছুরলি
কুকুরটা বেরিয়ে এলো হৃদয় ছেড়ে তোর দরজায় দাঁড়িয়ে।
ঘুম ভেঙ্গে গেলো
অদ্ভূত বুকে জড়ানো তোর সেই ছবিটা। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...