Sunday, November 16, 2014

rishi026@gmail.com

আরো কাছে
..........ঋষি

মন তোর রুপোলি স্বপ্নে
সেই ছেলেটা আজও বারান্দা দিয়ে আকাশ দেখে।
হাত বাড়ায় আকাশের দিকে
নীল আকাশে তোর গভীর দুটো চোখ,
ছেলেটাকে কাছে ডাকে ,খুব গভীরে।
অন্য কোথাও পাশাপাশি বসে ওরা
একে অপরের দিকে তাকিয়ে থাকে।

মন আজকাল রাত্রে বিছানার চাদরে তোর গন্ধ
অন্ধকারে হাতড়ানো সিলিঙের ছাদে ফুটো,
গড়িয়ে পরে টুপ করে বৃষ্টির নোনা জল
মনটা ভিজে যায় ,ছেলেটার চোখের পাতায় অজস্র স্পন্দন।
তুই রাতপরী আকাশ থেকে নেমে আসিস
কবিতার খাতায়,সাদা পাতায়।
তোর শরীর ধরে তিরতিরে নদী বয়ে যায়
আরো গভীরে কবিতার ছন্দে ,
আজকাল ঘুম আসে না ছেলেটার মন তোকে ছাড়া।

মন তোর ঠোঁটে স্তব্ধতায়
ছেলেটার জীবন পুড়ে যায় নানান ভূমিকায়।
ছাদের ওপর বৃষ্টি জলে রঙিন স্বপ্নে
তোকে জড়িয়ে ছেলেটা একলা সময়।
খুব হাসতে থাকে চিত্কার করে আপনমনে
তোকে ভালবাসে সে খুব গভীরে আকাশের মতো
কিন্তু ছেলেটা আরো কাছে তোকে পেতে চায়। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...