Wednesday, May 13, 2020

সিনেমা চলছে




সিনেমা চলছে 
... ঋষি 
কলিঙ্গ এই দিকে চলে আসুন
রাষ্ট্রের সমস্ত বৃদ্ধ, বৃদ্ধা,যুবক, যুবতী, কাচ্চা, বাচ্চা সমেত চলে আসুন,
এই যে দিক নির্দেশ করা আছে, 
এই যে তীর দিয়ে দেখানো
এইদিকে 
চলে আসুন। 
.
চলে আসুন,
দেখুন অপ্রতিরুদ্ধ সম্রাট অশোক দাঁড়িয়ে
দেখুন আপনার প্রতিক্ষায় ফিরে আসা সময়ে কয়েকলাখ মৃতদেহ দাঁড়িয়ে
 দেখুন রক্তে ভাসা দয়া নদী আজ রৌদ্রে শুকিয়ে দাঁড়িয়ে।
আপনার প্রতিক্ষায় 
দেখুন হাজারো নগ্ন উপজাতি যুবতীর শব ভেসে উঠছে
দয়া নদীর লাল জলে। 
.
আসুন দেখুন 
সম্রাট অশোকের চোখে জল 
আসুন দেখুন ফিরে আসা সময়ে অজস্র মানুষের চোখে জল। 
দেখুন কি বলছে সেই বৃদ্ধা এই সময় আরেকবার 
কেউ বেঁচে নেই,
স্বামী, পুত্র, আত্মীয়, চারিধারে মৃতদেহ স্থুপ,
দেখুন কিচ্ছু অবশিষ্ট নেই
আর না,এইবার মৃত্যু চাই । 
.
দেখুন কলিঙ্গর সম্রাট অশোক যেন সময়ের সাজে অসহায় 
বাড়তে থাকা মৃত মানুষের স্থুপে উনি বসে আছেন 
ক্লান্ত, অবসন্ন 
তার হৃদয়ে আজ শান্তির খোঁজ 
 "  বুদ্ধং শরণং গচ্ছামি-ধম্মং শরণং গচ্ছামি-সঙ্ঘং শরণং গচ্ছামি’। 
কি মশাই, কি দিদি সিনেমা দেখছেন 
জাগুন এইবার। 


 
 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...