Tuesday, May 19, 2020

দুর্যোগের সতর্কতা

দুর্যোগ সতর্কতা
... ঋষি 
ধেয়ে আসছে যে এই সময় তাকে আমরা কি বলি
ঝড়, বৃষ্টি, দুর্যোগ, সাইক্লোন কি এসে যায়, 
আমরাই তো নামকরণ করি বুলবুল,সুনামি,আমফালি 
কিংবা প্রাকৃতিক দুর্যোগ। 
কিন্তু মানুষের মন খারাপের আলাদা নাম হয় না কেন 
কেন বলুন তো মনখারাপ মাপা যায় না।
.
এই যে এতগুলো দিন আমি চলন্তিকার হাত ধরে হেঁটে চলেছি
এত দুর্যোগ,
কোথায় যাচ্ছ উত্তরে চলন্তিকা চিরকাল অন্যকে বলে থাকে জাহান্নামে 
কিন্তু আমি ভেবেছি জাহান্নাম কি ঈশ্বরের থেকে দুরে কোন অন্ধকার উপত্যকা
কিংবা একটা সময় মনখারাপ। 
.
জীবনবাবুকে বলতে শুনেছি সময় তিনরকম বেলা,অবেলা, কালবেলা
কিন্তু তিনি সঠিক করে তিনি কোনদিন বললেন না কোনটা কি
শুধু উদাহরণে বললেন 
এই যে আমি নাকি পাঁচিল টপকে সময় পেড়িয়ে  তোমার দিকে ছুটি 
সেটা বেলা।
উত্তর প্রদেশের না খেতে পাওয়া মানুষ যখন নিয়মের পাঁচিল ভাংগে খিদের জ্বালায়  
সেটা অবেলা,
পূর্ব মেদিনীপুরে পাঁচিলের ওপাশে ঝুপড়ির চালটা
নিয়মিত দুর্যোগের ঝড়ে উড়ে যায় 
সেটা কালবেলা।    
.
আমি জানি  প্রতিটায় মনখারাপ থাকে
কিন্তু কেন বলুনতো আমাদের আগাম সতর্ক করতে পারে না 
 আমাদের হৃদয়ের আবহাওয়া দপ্তর। 
কেন বলুন তো আমরা প্রকৃতির বিপদকালীন পরিস্থিতির মতো
নিজেদের সতর্ক রাখতে পারি প্রতিবার মনখারাপের আগে,
কেন বলুন তো মনখারাপ হয়? 
 প্রতিবার আগত দুর্যোগের আগে কিছুতেই কেন বুঝতে পারি না। 
   


    
   
   

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...