Sunday, May 31, 2020

রক্তের দাগ



রক্তের দাগ 
... ঋষি 

প্রেমিকা দগ্ধ বুকে আতঙ্ক ছুঁয়েছে আজ বহুদিন 
আবোলতাবোল কোনো রুপোলি নদী মেঘ ছুঁয়ে বৃষ্টি হতে চায় ,
ক্যানভাসে পাগলামি রঙে 
ক্রমশ ভিতর গর্ভে রক্ত ক্ষরণ পরিবর্তন চায়। 
ইদানিং দৈনন্দিন গুলো একঘেয়ে রং চটা
দেওয়াল লিখনের মত অবসাদে ভুগতে থাকা আগামীর হাত ছুঁয়ে বাঁচা
রং তুলি ভিজিয়ে চলে অন্ধকারে গতি 
তাই সময়ের গতিপরিবর্তন আজকাল বিরক্তিকর একঘেয়ে। 
.
কাকে বলছি ?
কেন বলছি ?
হয়তো পাগলামী ,হয়তো বাঁচতে চাওয়া ,হয়তো নিশ্বাস। 
ভীষণ ইচ্ছা করছে  নাম না জানা কোনো এক স্বপ্ন 
মেঘ ঝরা রোদে আকাশের পাখি ডানা 
শুধু হৃদয় হতে চাই। 
.
জনবহুল আস্তরণ 
পরোদে পরোদে জমতে থাকা আতঙ্কের আগামী,
তোমার মতো আমারও ভয় করছে ,
ভয় করছে পাখিদের ,গাছেদের ,নদী ,আকাশ আর স্বপ্নদের 
ভয় করছে রাম ,রহিম আর যীশুখৃষ্টের। 
আমরা ঈশ্বর ভাবি এদের 
আমার বড়ো বেশি সবুজ আর সহজ ভেবে নি এদের 
কিন্তু সত্যি এটা সবুজ হওয়া সহজ নয়  
কিন্তু সত্যি এটা এদের মতো একলা থাকা সহজ না 
সহজ না মরতে মরতে বাঁচা। 
অথচ অবাক হলো কোনো ধর্ম মঠের দেওয়ালে 
কোনো ধর্মগ্রন্থে 
কোনো প্রকৃতির সৃষ্টিতে 
রক্তের দাগ নেই 
যত দাগ মানুষের গভীরে ,মানুষের বাঁচায়। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...