Wednesday, May 20, 2020

একটা দুর্যোগের দিন

একটা দুর্যোগের দিন
... ঋষি  
তুমুল দুর্যোগে ভিতর থেকে যে শব্দগুলো কানে আসছে
তা বড় অচেনা এখন, 
সম্পর্কের নামে আমি যা বুঝছি তা শুধু উড়ে চলা জীবন একা । 
গাছ উবড়ে চলেছে,শিকড় খুঁজছে জল
উড়ে যাওয়া টিনের চাল, সময়ের কংকাল
খোলা আদুল গায়ে মানুষের সংসার। 
.
আমিও আজ নগ্ন 
ইচ্ছেরা তুমুল ঝড়, বৃষ্টিতে একলা দাঁড়িয়ে শুধু ভিজে চলেছে যন্ত্রনায়।
ঝড়ের খবরে নদীরাও গর্ভবতী আজ
অভিমানী পৃথিবীর দুর্যোগের তুমুল অধ্যায়ে শুধু খুঁজে চলেছে বুক,
স্নেহের বুক
আশ্রয়ের বুক
সর্বোপরি শান্তি খুঁজছে সময়।
.
আমি তাকিয়ে আছি দূরে
কান পেতে ঝড়ের শব্দে শুনতে পাচ্ছি বোবা পৃথিবীর কান্না,
পাখিদের কান্না,গাছেদের কান্না, 
ক্রমশ বাড়ছে অন্ধকার
আমার পড়ার টেবিলে কবিতার সাদা পাতায় ভিজে শব্দদের একলা ঘর
জানলার বাইরে সব আবছা ক্রমশ এই সময়।     
.
বুকের ভিতরের শব্দগুলো সব দলা পাকিয়ে উঠে আসছে  
বুঝতে পারছি মানুষের ভিতরের পৃথিবী ভাঙার আগে এমনি ঝড় ওঠে 
পাখিদের ঘর ভাঙে ঠিক মানুষের ঘরের মতো। 
এমনি বৃষ্টি আসে সমদ্রের জলচ্ছাসে 
ভেসে যায় মানুষের স্বপ্ন,মানুষে বাঁচা আর অধিকার
শুধু পুরনো পৃথিবী সাক্ষী থেকে যায় জীবনের অন্ধকারের। 
আসলে প্রতিটি দুর্যোগ শুধুই মৃত্যুর সাক্ষী
খালি চোখে দেখা যায় না ঠিক
কারণ মানুষের প্রাচীন মুহুর্তের মৃত্যুগুলো আসলে অন্ধকারে লুকিয়ে
আর অন্ধকারে মানুষগুলো চিরকাল  একা    ।    
 

   
 
    

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...