Wednesday, May 6, 2020

আলোর খোঁজ


আলোর খোঁজ
... ঋষি
মিসেস ত্রিবেদী আপনি রীনা ব্রাউনকে চেনেন?
আরে সেই মেয়েটা যাকে আপনি ওথেলো নাটকে দেখেছিলেন।
কেন প্রশ্ন করছি ?
আপনি জানেন কিনা জানি না
ওথেলো শুধু একটা নাটক ছিল না, ছিল একটা আলোর খোঁজ
আপনি শোনেন নি কৃষ্ণেন্দু বলছে ডেসডিমোনাকে
" পুট আউট দ্যা লাইট ............ "।
.
আপনি ছেলেটাকে দেখছেন না অনেকদিন রাস্তায়
অনেকদিন আপনি মেয়েটাকেও দেখছেন না,
দেখছেন না বোবা লাইটপোস্টের নিচে দাঁড়ানো পাগলা জগাইকে
যে চিৎকার করে গাইতো ভর সন্ধ্যেতে
" আমার মুক্তি আলোয় আলোয় "।
অবাক কান্ড মিসেস ত্রিবেদী আপনি বারান্দায় দাঁড়িয়ে হেডফোন কানে
শুনছেন একি গান রবিঠাকুরের
তাকিয়ে আছেন একলা দাঁড়ানো খালি রাস্তার লাইটপোস্টের দিকে।
কি ভাবছেন?
.
রাস্তা এখন শুধু একা
একা পড়ে আছে হ্লুদ ট্যাক্সির জানলা,অঞ্জলদার পানের দোকান,
নিরুপমের হোটেল , সঞ্জয়দার খাতা,কলমের দোকান,
আপনার কেমন লাগছে মিসেস ত্রিবেদী?
শুনেছি আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক ভালো না
আপনার স্বামী এখন আমেরিকায়।
প্রায় চল্লিশ দিন তাই না
শেষ দেখেছেন তাকে ফেসবুক আপলোডে অন্য কারোর সাথে,
  কি ইচ্ছে করছে উড়ে যেতে।
 না এই মুহুর্তে আপনাকে ডানা দেওয়া যাচ্ছে না
দেওয়া যাচ্ছে না আলো,
আরে কাঁদছেন কেন?  আসুন না আরেকবার আমরা সপ্তপদী  দেখি
কিংবা পড়ে ফেলি ওথেলো
যদি এইভাবে ওই ছেলে মেয়ে দুটোকে, পুরনো সময়টাকে ফিরে পাওয়া যায়
কিংবা কাটিয়ে ফেলা যায় নষ্ট এই সময়টাকে। 




No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...