মানুষ ভীষণ একা
.............. ঋষি
=====================================================
একটা সামাজিক ভোরের উদ্দেশ্যে বলা
কেমন আছো মানুষ ?
হাসি পায় ভাবতে নির্দিষ্ট পয়ঃপ্রণালী ,নির্দিষ্ট সামাজিকতা থাকা সত্বেও
মানুষ ভীষণ মেকি নিজেদের প্লাস্টিক স্মাইলে।
বিজ্ঞাপন,ক্রয় বিক্রয় ,মূল্যস্ফীতি ,অধিকার ,ন্যায়বোধ ,প্রতিবাদ
মানুষ ভীষণ একা।
.
মুখ থেকে রং গড়িয়ে পড়া
সামাজিক হিসেবে নিজেদের বুকে যায় নিয়মের ছুরি।
সব মেনে চলা
রাস্তায় দাঁড়িয়ে দেখা সেই বৃদ্ধ ভিখারির কান্না
কিছু দিয়ে যান বাবু ,অনেকদিন পেট ভোরে খায় নি।
কিংবা সেই মেয়েছেলে সস্তার মেকআপে রাস্তায় দাঁড়িয়ে খিদে খোঁজে
তুলে দেয় সন্তানের ,পঙ্গু স্বামীর মুখে ভাত।
সব নিয়ম ,সব নিয়মিত রোজ নামতা
দুঃখ এক্কে দুঃখ ,সুখ এক্কে সুখ ,আর জীবন এক্কে একা
সত্যি মানুষ ভীষণ একা।
মানুষ প্রতিদিন কমফোর্ট জোনের ভান করে মাংস সভ্যতার জানলা খুলে
হাসতে থাকে রিকশার পাদানি থেকে নামলে এক হাঁটু জল।
.
একটা সামাজিক ভোরের খোঁজে বলা
কেমন আছো হৃদয় ?
মুঠো মুঠো পাথরে স্তনের দরজায় দাঁড়িয়ে প্রেম মাথা খোঁটে
আর হৃদয় খোঁজে মন।
একলা রাস্তায় দাঁড়ানো অন্ধকার চাঁদ ঘুম কেড়ে নেয়
আজকাল মানুষ ভীষণ একা।
.............. ঋষি
=====================================================
একটা সামাজিক ভোরের উদ্দেশ্যে বলা
কেমন আছো মানুষ ?
হাসি পায় ভাবতে নির্দিষ্ট পয়ঃপ্রণালী ,নির্দিষ্ট সামাজিকতা থাকা সত্বেও
মানুষ ভীষণ মেকি নিজেদের প্লাস্টিক স্মাইলে।
বিজ্ঞাপন,ক্রয় বিক্রয় ,মূল্যস্ফীতি ,অধিকার ,ন্যায়বোধ ,প্রতিবাদ
মানুষ ভীষণ একা।
.
মুখ থেকে রং গড়িয়ে পড়া
সামাজিক হিসেবে নিজেদের বুকে যায় নিয়মের ছুরি।
সব মেনে চলা
রাস্তায় দাঁড়িয়ে দেখা সেই বৃদ্ধ ভিখারির কান্না
কিছু দিয়ে যান বাবু ,অনেকদিন পেট ভোরে খায় নি।
কিংবা সেই মেয়েছেলে সস্তার মেকআপে রাস্তায় দাঁড়িয়ে খিদে খোঁজে
তুলে দেয় সন্তানের ,পঙ্গু স্বামীর মুখে ভাত।
সব নিয়ম ,সব নিয়মিত রোজ নামতা
দুঃখ এক্কে দুঃখ ,সুখ এক্কে সুখ ,আর জীবন এক্কে একা
সত্যি মানুষ ভীষণ একা।
মানুষ প্রতিদিন কমফোর্ট জোনের ভান করে মাংস সভ্যতার জানলা খুলে
হাসতে থাকে রিকশার পাদানি থেকে নামলে এক হাঁটু জল।
.
একটা সামাজিক ভোরের খোঁজে বলা
কেমন আছো হৃদয় ?
মুঠো মুঠো পাথরে স্তনের দরজায় দাঁড়িয়ে প্রেম মাথা খোঁটে
আর হৃদয় খোঁজে মন।
একলা রাস্তায় দাঁড়ানো অন্ধকার চাঁদ ঘুম কেড়ে নেয়
আজকাল মানুষ ভীষণ একা।
No comments:
Post a Comment