Wednesday, May 13, 2020

জীবানন্দের প্রকৃতি



জীবানন্দের প্রকৃতি
................... ঋষি
=====================================================

আলো ,আয়না আর প্রেমিকার রূপ
চলন্তিকা এই পথ দিয়ে সবুজ  প্রকৃতির ফাঁকে উঁকি মারে সোনালী রোদ।
কোনো শঙ্খ চিল তখন  প্রকৃতির যোনিতে আকাশের জন্ম দেয়
ধুস এটা জীবননন্দ নয়।
ছোটোলোকের  কবিতা
সবুজ  ধ্বংসতে যেখানে রক্ত গড়ায় আর  কবিতা সৃষ্টি হয়ে ।
.
চলন্তিকা সেই মেয়েটা
আজ ইস্কুল যাচ্ছে না তিন মাস শুকিয়ে আছে রক্তে।
তার ইট ভাঁটা  ফেরত বাবা
গলা পর্যন্ত রক্ত গিলে রক্ত বমি করছে মায়ের আধপেটা ফোলা নাভিতে।
নিরন্তর এই কাব্য সর্বদা বাপবাপান্তর করে
আর জীবনানন্দ আকাশের চাঁদ দেখে বলেন " পোড়া রুটি " ।
 পোড়া কপাল !
চলন্তিকা হৃদপুরের খালের পাশে খুবলে খাওয়া শরীরটা
চাঁদ দেখে নি ,বিশ্বাস করেছে খিদেতে ,
বিশ্বাস করেছে গভীরতায় 
জানো তো চলন্তিকা জীবনানন্দ মারা গেছেন তাই অবিশ্বাসী হয়ে  । 
.

অন্ধকার ,জীবন আর যন্ত্রণার নিয়ন্ত্রণ
চলন্তিকা এই জীবনের হাজারো সুড়ঙ্গের ফাঁকে জীবন আজ ঘুমন্ত কবিতা।
কোনো স্থবিরতা প্রাচীন কোনো ভাবনায়
ঈশ্বরের ভেকধারী অধিকার।
জীবানন্দ শহরের ফুটপাথে ট্রামের স্বপ্ন দেখছেন
যেমন আমি দেখি চলন্তিকা। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...