Thursday, May 21, 2020

সাদা পাতায় শূন্য

সাদা পাতায় শূন্য
.... ঋষি   
মানুষের মৃত্যুকালীন পরিস্থিতিতে  রাখা জন্মগুলো
নীরব বাঁচা
সময় সাময়িকী, সামাজিক অধ্যায়। 
নীরব চুক্তি 
অনবরত ভাবনার মেঘ শহর ভাঙে প্রহসনে 
কালো মেঘ পরিচয়ে বারংবার এইসান ফরামোস।
.
বিকৃত সময়,জন্ম,সম্পর্ক 
বিকৃত রাষ্ট্র , সমাজ,অঞ্চল 
সব শুধু খবর তৈরি করা চাঞ্চল্যকর ভোল বদলানো নাটক।
পরিস্থিতি মাটি চাপা দেওয়া মুখোস 
অথচ সকলেই জানে কারোর জন্য কিছু থেমে থাকে না
মুখোশগুলো বদলায় ঘোর দুর্যোগে। 
.
কখনও কি ভেবে দেখেছো তুমি কে? তুমি কেন ? 
কেন তোমার, আমার সকলের পাখির ঠোঁটে বাঁচা? 
কেন তোমার অধিকার খুঁজছে প্রশ্ন? 
সব কারণ, যোগফলগুলো একসাথে করে নিজের বুকে আগলে
কিসের কারণে বেঁচে তুমি? 
 কিসের কারণে তোমার হৃদ স্পন্দন? 
সবটাই একটি শূন্য,শূন্য ছাড়া কিছু নয়। 
যদি একটা এক্সরে মেসিনের নীচে রেখে তোমার কার্বণ কপি বের হয়
 দেখবে সেটা সাদা পাতায় শুন্য
বিনাকারণে কতগুলো  শূণ্য নিয়ে আমরা প্রত্যেকে টাইমপাস করছি। 
.
আমাদের জন্মের পর থেকে 
সমস্ত অপ্রিয় প্রশ্নের উত্তরে নিজেকে সাজিয়ে
লিখছি বেঁচে থাকা সময়ের মত করে
কিন্তু কেউ সময় লিখতে পারছি না শূন্য ছাড়া।  

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...