Saturday, May 16, 2020

কহিনুর

কহিনুর 
.... ঋষি
মেয়েটির ভিতরে দুঃখ নদী
ক্যানভাসে ফুটে ওঠা সেই মেয়ে, 
ঠিক যেন গড়িয়ে নামা জল
ক্রমশ বদলানো দিন মেয়েটার চোখ ছলছল। 
.
ক্রমশ আকাশ ভরা মেঘ
ক্রমশ মেয়েটা মেঘলা গাছ, 
ক্রমশ গাছের ভিতর ঘর, ঘরের ভিতর চোখ 
ক্রমশ ইটের ভিতর স্বপ্ন,মেয়েটার আকাশের রোগ  । 
.
ওইখানে সে কিশোরী, ওইখানে তার ভোর 
সে বেঁচেছে বৃষ্টি বুকে,তবুও সময় চোর,
চুরি হচ্ছে বাঁচা,জলতরংগের সুর
তবু মেয়েটা একা, একলা কহিনুর। 
 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...