স মা জ আর আমরা
... ঋষি
কাকে কি রকম দেখতে,কার চরিত্র কেমন
কার বাড়িতে কতজনের ভাত চাপে আর তারা নুন ভাত খায় কিনা
এই সবকিছুতে আমাদের আগ্রহ।
.
আমাদের কাছে খবর থাকে ওই বাড়ির মেয়েটা কখন বাড়ি ফেরে
কিংবা কতক্ষন বাড়ির বাইরে থাকে,
কিন্তু আমরা জানতে চাই না ওই মেয়েটা সাঁতারু কিংবা কোন গায়িকা কিনা
আমরা জানি না মেয়েটা সায়েন্সে গোল্ডমেডেলিস্ট কিংবা ডাক্টার কিনা।
তবে আমরা জানি মেয়েটা ডিভোর্সি কিংবা সন্তানহীন কিনা
আরও জানি মেয়েটার নিতম্ব কিংবা বুকের মাপ।
.
আমাদের কাছে পুরুষ মাত্রই সতী সমাজ
বউ পেটায় না,মদ খায় না,বেশ্যা বাড়ি যায় না
শুধু দুধে ভাতে থাকে,
অথচ আমরা জানতে চায় না কার দুধ আর কার ভাত।
অথচ আমরা জানতে চাই না সকাল বেলা যে পুরুষ অফিসের নামে বেরোয়
সে আদৌ অফিস যায় কিনা,
কিংবা বিকেলে পার্কে বসা আকাশের দিকে তাকানো ভদ্রলোক পাগল নয়
নিতান্ত কবি।
.
আমরা শুধু পেটের কথা জানি
কিন্তু কার পেট?
কিসের পেট?
রাস্তায় পেট ফোলা ভিখারি মহিলাকে যদি প্রশ্ন করি কার পেট
উত্তর হয় তোর বাবার,
অথচ পাশের বাড়ির অবিবাহিত মিলির পেট দেখে আমরা ফিসফিস করি
কখনই প্রশ্ন করি না কার পেট
কারন তার বাবা এম এল এ।
.
আমরা শুধু চরিত্রের কথা জানি
তাই রাত্রে কোন পিতৃহীন মহিলার পাশে শ্মশান বন্ধু হয়ে দাঁড়াবার জন্য
কোন ভদ্রলোককে তার বউয়ের কাছে শুনতে হয়
কাল রাত্রে নাকি লোকটা ওই মেয়েটার সাথে শুয়ে এসেছে।
অথচ কোনো বেশ্যা বাড়ির থেকে দেরী করে ফেরা লোকটা যখন মিথ্যে বলে
তার সমাজ তাকে গুছিয়ে ভাত দেয়
তার মা মাথায় হাত বুলিয়ে বলে " বাবু তোকে ভীষন রোগা লাগছে "।
No comments:
Post a Comment