শৈশব,কৈশোর,যৌবন
,,,,,,,,,,,ঋষি
******************************************
যেখান থেকে শৈশব ম্লান
কৈশোর কেশর বিছায় অন্য স্বপ্ন,গল্পটা শুরু।
মশাই পবিত্রতা কাকে বলে
এই বয়সে এসে বুঝেছি শরীর শুধু কালকেউটে।
বিষ উগড়ান ইচ্ছেগুলো শরীরের শুধু সাবমেরিন,
ডুব সঁাতারে বঁাচে।বাকিটুকু শুধু মানসিক।
.
ওই যা হয় মশাই,
এসময় সমবয়সী মেয়েরা সঙ্গী হলে খেলার একটা আলাদা মজা ।
সংকেত আর রহস্য ভাবলে স্থিমিত অধিকারে
বড়ো হওয়ার আরো স্বচ্ছ্ব বিস্তার।
আমি কৈশোর মানে বুঝি কিছু নতুন খেলা
শৈশব শেষে কৈশোর চাবি দিয়ে যৌবনের দরজা খোলা।
কি মশাই ভাবছেন ডেপো ছেলে
একবার ভাবুন যেভাবে দূর্গা-আপু শীত-দুপুরে শিউরে ওঠে রেলগাড়ি ঝমঝম
মুদ্রাময় নাচ - দূর-দূর ছুটে আর অস্ত যাওয়া বিকেল।
পাঠশালা - গুরুমশায় আর টিফিনের ফাঁকে গোত্র লুকোনো মার্বেল - গুলতির নির্ভুল টিপ্।
পকেট ঝনঝন।
.
যেখান থেকে শৈশব ম্লান
শুরু ইশপের গল্প শুধু রুপকথা,কৈশরের চাবিতে যৌবনের সুত্রপাত।
কি ভাবছেন মশাই,
অপু, দুর্গা নাকি লুকনো সেই প্রেমপত্র।
একপাশে কাশফুল অন্য পাশে পানা পুকুড়ের শালুক
আসলে জলাশয়,,,,,,,মনে পরছে।
No comments:
Post a Comment