Friday, May 29, 2020

অভ্যেস




অভ্যেস 
... ঋষি 
সমস্ত স্মৃতির পলেস্তার জুড়ে ফেলে আসা 
ইটের তলায় জমানো জীবন ,
হলুদ হয়ে শুকনো হতে হতে ক্রমশ লোপাট আমাদের বাঁচাগুলো। 
সময় বলছে এখন খেতে হবে বাঁচার জন্য 
সময়  বলছে অনবরত স্পন্দনে বুকের শিশুর কান্না 
ন্যাপি শুকিয়ে  এখন শুধু সময়ের গু ,মুত। 
.
টেবিলের উপর পাউরুটিতে বাটার লাগাতে লাগাতে টিভি পর্দায় 
ঘুম ভাঙছে ক্রমশ সারা বিশ্বের 
ঘুম ভাঙছে সময় শুধু চিরকালীন ঘুমের দেশে। 
টেবিলের পায়ের কাছে অপেক্ষা আমার আদুরে প্লুটো 
কুকুর বটে 
মানুষ যদি কুকুরের মতো অপেক্ষায় থাকতে পারতো। 
.
চলন্তিকা আমার মনে হয় মানুষের নিজের ভিতর বন্দিত্ব অজগর 
ক্রমশ মানুষের পাঁচিল বেয়ে এগিয়ে চলে গিলে খেতে।
পাখির বাসায় যেমন অপেক্ষা ঘুমোয় পাখির ডিমে 
অথচ বোঝার আগেই  অজগর এগিয়ে আসে 
গিলে  খায়,
হয়তো গেলে না 
তবু মানুষের ভয় খোলা আকাশে বাঁচার আকাঙ্খায় । 
.
ঘরের ভিতর ফ্রীজটাকে আজকাল জন্ম হয় 
ফ্রীজের ভিতর জমানো হাড়গোড় ,জল আর তাপমাত্রায় 
মানুষ তো মরে বাঁচতেই পারে।
সময় বলছে এখন অনেক শৈশব মাতৃহীন হয়ে দাঁড়াবে প্লাটফর্মে 
হয়তো অনেক যৌবন প্রেমহীন হয়ে খুঁজে পাওয়া যাবে নেশার গ্লাসে 
কিন্তু মৃত্যু আগামীতে তুমি  ফুটপাথে পাবে 
পাবে তোমার চারপাশে বেঁচে থাকায় ,
আগামীর অভ্যেসে। 
 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...