হঠাৎ বৃষ্টিতে
... ঋষি
প্রেম লিখতে গেলে খুলে পরে শ্রাবন
কানের কাছে ফিসফিস করেন ,ঈশ্বর বৃষ্টির জলে তিনি সময়ের হোতা
তিনি জন্মের কারণ
আর প্রেম ,
কিন্তু ফুরিয়ে যাওয়ার আগে নেশা জমে না
শুধু বসন্তে মন ভরে না
কেন যেন বৃষ্টিকে তোমার মতো মনে হয় ।
.
চিরকাল এক রৌদ্র মেঘ নিয়ে দাঁড়িয়ে তোমার দরজায়
অপেক্ষায়
সুদিন।
শুধু কবিদের কবিতায় প্রেম শুকিয়ে যায় বেদনায় ,
আমি সৃষ্টি রহস্যের মেঘ ভেঙে শাওয়ারের দাঁড়ায় চুপটি করে
প্রেম বোধ হয় জলের ফোঁটা
জানি তুমি বুঝতে পারো।
.
সব কিছু বৃষ্টির মতো সরল হয় না কেন
তোমার সাথে কয়েস মাইলস্টোনের দূরত্ব
হয়তো সময়ের।
সম্পর্কের বাইরে বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে দি বৃষ্টি ফোঁটায়
আঙ্গুল চুঁয়ে নামতে থাকে কষ্ট
মনে হয় প্রেম শুধু জড়িয়ে থাকা একলা মেঘে
আর তুমি সেই আকাশে মিঠে হাওয়া।
.
জানি বড়ো বেশি রোমান্টিস হলে
সময় বলবে ফিরে এসো বাছাধন এখনো অনেক কাজ বাকি
ঈশ্বর মনে করিয়ে দেবেন বাঁচার বর্ণপরিচয়।
অথচ দুজনেই জানে না
আমি সময় লিখতে শিখে গেছি একলা বৃষ্টিতে ভিজে
আর এটাও জানি
পৃথিবীতে এমন কিছু পাওয়া থাকে
যাকে খালি চোখে শুধুই পাগলামি ছাড়া আর কিছু মনে হয় না।
No comments:
Post a Comment