স্পর্ধা করি উচ্চারণে
.. ঋষি
.
কারো কারো নামটা উচ্চারণ করতে হলেও
স্পর্ধা করতে হয়,
স্পর্ধা করতে হয় সময়কেও সেই সব আলোর জন্ম দিতে।
চোখ ঝলসে যায়
সময়ের সুর্যে প্রাকাশিত কয়েকশো যুগ
শুধু মাত্র স্পর্ধার, শুধুমাত্র আলোর প্রকাশের।
.
শুধু মাত্র বর্ণপরিচয় নয়
শুধু মাত্র অ আ ক খ, না তাও নয়
এ হলো সম্বল আমি বাঙালী তাই,
এ হলো সম্বল আগামী সন্তানদের যুগে, যুগে একটা
আলোর পথ
চোখ ধাঁধিয়ে যায় জানি
আসলে ঈশ্বরকে আবিষ্কারটা ঠিক এমনি হয়।
.
আমি ঈশ্বর দেখি নি
আমি ধর্ম খুঁজি নি
শুধুমাত্র সময়ের বুকে শুয়ে থাকা সেই সব স্পর্ধাদের কাছে
আমি মাথা নত করে দাঁড়ায়।
যুগান্তরের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে
স্পর্ধা
না শুধুমাত্র বিধবা বিবাহ, নারী শিক্ষা নয়
শুধুমাত্র পরাধীন ভারতবর্ষের পুরাতন অগ্নিশিখা নয়,
যুগে যুগে ফুটন্ত আগুনে সময়ের মাঝখানে
অন্ধকারে আলোর নবজাগরন তুমি
স্পর্ধা
সাগর,
বিদ্যাসাগর
কোনো এক অগ্নিশিখার নাম।
No comments:
Post a Comment