Wednesday, July 29, 2020

মমি



মমি
.... ঋষি
আমাকে ঈশ্বর গুলে আকন্ঠ পান করালে
তবু  আমি অহংকারী ঈশ্বর  , 
ঈশ্বর শব্দের মেমব্রেনে আসলে স্বার্থপর মানুষ ঘুমিয়ে
ঘুমিয়ে আছে শুধু পাওয়া,শুধু অমৃত 
আর আমি বিষাক্ত  বিষ
যে শুধু সময়ের ঈশ্বরদের ধ্বংস করতে চায়। 
.
শুধু বিষ 
শুধু বিষ 
পানপাত্রে ঢালা আছে নীলনদ, আর এলিজাবেথ টেলর 
স্ক্রীনশটে সাদাকালো ছবিতে  স্থির ভাবে ধারালো আতংক,
মরুভুমির কবিতা এটা
প্যাপাইরাসে লেখা আছে  মৃত্যু বিধর্মি চিরকাল। 
.
সময় পুরনো হয়ে যায় 
ইতিহাস গালে হাত দিয়ে তাকিয়ে থাকে আগামী মৃত্যুর গভীরে
তবু জন্ম আসে 
তবু জন্ম হয় 
প্রাচীন নীলনদের কালো জল  শুয়ে থাকে সভ্যতার  বালির শহরে । 
 তবুও আমি অহংকারী ঈশ্বর
আকন্ঠ পান করি বিষ সময়ের মন্থনে 
দূর থেকে ক্লিওপেট্রা দাঁড়িয়ে দেখে বুকের পিরামিডে দাঁতের দাগ, 
নখের ক্ষত রেখে যায় কাগজের ঘর, বাড়ি, 
এই শহরে কিছু আশ্চর্য চিরকাল মানুষের মনে 
মমি হয়ে বেঁচে থাকে। 
 


 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...