Thursday, July 30, 2020

লোকটা পাহাড় ভাঙে



লোকটা পাহাড় ভাঙে 
... ঋষি 
.
একটা লোক সময় ধরে  পাহাড় কাটছে 
সময় কারণ সময়ের কোনো গাছ ,পাথর থাকে না ,
থাকে না সময়ের ভাঙার কাছে লোকটার 
ফুরিয়ে যাওয়ার ভয়। 
কোনোদিন 
কোনো একদিন এই পাহাড়ি সভ্যতায় লোকটা 
নদী নিয়ে আসবে,এই আশায় । 
.
আজ যেখানে সৃষ্টি আটকে অপেক্ষায় 
আজ যেখানে মানুষগুলো লোকটাকে দেখে হাসছে মনে মনে ,
ভাবছে লোকটা মরে  যাবে ঠিক এমনি  
কেউ কেউ ভাবছে নেহাত পাগলামি ,
অথচ লোকটা হাসছে 
এক না একদিন সে হাসবে এই পাহাড়ি শহরতলিতে দাঁড়িয়ে 
সামনে দিয়ে নদী বয়ে যাবে 
সামনে দিয়ে চোখের জল ,লোকটা জিতবে ঠিক। 
.
কেউ জানে না 
লোকটা জানে মরে যাওয়া মানা নকল মানুষ 
আর হেরে যাওয়া মানে মৃত্যু 
আর পাহাড় হলো জীবন। 
পরিশ্রম করতে হয়,
প্রতিদিন পাথরের সাথে যুদ্ধ করে ফিরে আসতে হয়
ফিরে আসতে প্রতি রাত্রে নরম নদীর স্বপ্ন বুকে, 
যার ঝর্ণার মতো চুল 
যার গায়ে শ্যাওলার গন্ধ 
যার গভীরে চিকচিকে জ্যোৎস্ন্যা স্বপ্ন আঁকে বেঁচে থাকার 
যার তিরতির বয়ে যাওয়ায়  বেঁচে থাকার গান।   
লোকটা মাঝরাতে প্রতিদিন স্বপ্নে দেখে ঘুম ভেঙে আঁতকে ওঠে 
একটা শান্ত গভীর নদীর চোখে ,নরম  জ্যোৎস্ন্যা 
আর মৃত একটা শরীর হাত ডুবিয়ে জলে 
লোকটা পাগলের মতো হাসে নিজের ম্রৃতদেহ দেখে ,
তারপর রাত থাকতে উঠে পরে ছেনি ,হাতুড়ি আর স্বপ্ন নিয়ে 
লোকটা পাহাড় ভাঙে সময় ধরে 
কারণ লোকটা শোনে প্রতি মুহূর্তে  
নদীর তিরিতিরি জল ধাক্কা মারছে লোকটার বুকে। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...