Monday, July 27, 2020

ভারতবর্ষের দর্শক

ভারতবর্ষের দর্শক 
... ঋষি 
.
আমরা দর্শক খুঁজছি 
আমি দর্শক, আপনি দর্শক 
দর্শক সময়, দর্শক সমাজ, দর্শক রাষ্ট্র, দর্শক আমরা।
দ্রবীভুত ভারতবর্ষের একশো ত্রিশ কোটি ভারতবাসী
শুয়ে আছে একে অপরের মুখের দিকে তাকিয়ে 
অসহায়, অপারক আর স্বার্থপর  
আর বিছানার উপর শুয়ে ভারতবর্ষ, আমাদের মায়ের অসুস্থ শরীরে। 
.
আয়নায় মুখ দেখছি
খবরে মুখ দেখছি 
ভিডিও রেকর্ডিং চলছে পার্কস্ট্রীটে ফুটপাথে নগ্ন ধর্ষনের, 
আমরা দর্শক তাই 
হাসপালের সামনে চিৎকার করছে আমাদেরি কারো  সন্তানহারা মা
আমরা দর্শক বলেই
রাস্তার ফুটপাথে বিনা ওষুধে মারা যাচ্ছে 
আমাদের মতোই হাজারো মানুষ। 
.
আমরা সত্যি বলবো না
আমরা জানি, 
আমরা কাগজে পাবো না প্রতি বাহান্ন সেকেন্ডে এই দেশে ঘটে চলা
নির্যাতিত নারীদের খবর, 
আমরা খবরে পাবো কোনো সিংহের মর্মান্তিক মৃত্যুর ফুটেজ
কিন্তু সেই একই ফুটেজ আমরা পাবো না
গত ছমাসে আত্মহত্যা করা চাকরী হারানো সেইসব যুবকের খবর 
কিংবা মধ্যপ্রদেশের  দেনার দায়ে গলায় ফাঁস লাগানো চাষীটার খবর। 
আমরা পারি সহ্য করতে
একটা স্বপ্ন দেখা  যুবতীর টুকরো করা  শরীর 
আমরা পারি লুকিয়ে রাখতে 
আমাদের লজ্জাগুলো বেওয়ারিশ ঘটনা বলে
আমরা পারি তাই 
কেঁচোর মতো বাঁচতে 
আমরা পারি 
আমাদের  মায়ের শরীরটা ন্যাংটো করে রাস্তায় দাঁড় করাতে
তার দর হাঁকতে 
এবং বিক্রি করতে ভারতবর্ষ প্রগতির নামে।   
.
কি লজ্জা হচ্ছে
ঠুকরে ঠুকরে খাচ্ছে সত্যিগুলো নিজেদের জীবিত ভাবনায়,
আরে মশাই এত ভাবছেন কেন
ওরা কেউ ছিল না যারা আপনাকে ছেড়ে চলে গেলো
যারা আছে তাদের কথা ভাবুন। 
কিসের সময়?  কিসের সমাজ?  কিসের রাষ্ট্র? 
এইসব ছাড়ুন তো 
দর্শকই ভালোই
মশাই আপ বাঁচলে বাপের নাম
আর আপ  যদি বাঁচে তবে না রাষ্ট্র। 
 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...