Monday, July 27, 2020

মেটামরফোসিস



মেটামরফোসিস
... ঋষি 
বুক খুলছে না 
সুখ খুলছে না
শুধু মেটামরফোসিসে ক্রমশ অবলুপ্ত সভ্যটা যান্ত্রিক ডেসিমেলে। 
.
বুকের খোঁজ
সুখের খোঁজ
খুব হিংসা হচ্ছে জানিস  একটা পথ আমায় ছেড়ে রেখে গেলো
একটা পথ আমায় একা করে গেলো,
তবুও হাত কাঁপবে না কখনও সামাজিক তোর সিঁদুরে
তবুও মুখ খুঁজবে বুক সময়ের মাটিতে। 
.
বুক ভাংছে 
সুখ ভাংছে
ভাংছে অবচেতনে বেঁচে ওঠা সুখের ঘর
হাঁড়িকুঁড়ির শব্দ, শব্দ হাতা খুন্তি, শুধু কাঁচের  ঘর। 
জানলার ওপাশে বৃষ্টি
লেপ্টে যাচ্ছে সারা শরীর জুড়ে গভীর কোন ক্ষত   
দিয়ে যাচ্ছে সারা বুকের ভিতরে মেটামরফোসিস। 
সারা আকাশে বৃষ্টি
হাজারো প্রজাপতি ছূটে আসছে তোর শরীরের গন্ধের মতো
ঢেকে দিচ্ছে আমায়, 
জ্বালা করছে খুব, 
আমি বুকের  আগুনে বৃষ্টি পোড়াচ্ছি
পোড়াচ্ছি প্রজাপতির ডানা অন্য আগুনে। 
    

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...