সময় দরকার
.... ঋষি
.
ভালোবাসতে এসে দেখলাম
জীবন আসলে পরে পাওয়া চৌদ্দ আনা ,
ক্রমশ বৃষ্টি মুখরিত ত্রাণ শিবিরে দাঁড়িয়ে তুমি অসাধারণ সাংসারিক বিপ্লব
আমি খুব সাধারণ একটা মুখ এই শহরে।
ক্রমশ আবছা হতে থাকা শহরের দৃষ্টি বলে দেয়
দূরত্বরা কাঁচের ওপাশে বৃষ্টি হয়ে নামে।
.
ভাঙা শৈশব ,কুঁড়িয়ে পাওয়া ভাঙা হাঁড়িকুঁড়ি নোংরা ভাগাড়ে
অবাঞ্চিত কিছু স্মৃতি ,
জন্মদিন ঠিক যেন নর্দমার পাশে পড়ে থাকা না জন্মানো শিশুটা
যার রাষ্ট্রের নাম ফুরিয়ে আসা ভারতবর্ষ।
অন্ধকার বিশ্বের কাছে ঈশ্বর শুধু একটাই " খিদে "
আর বাকিটুকু বেঁচে থাকা অন্ধকার হাতড়ানো।
.
একবিংশ শতকে দরজায় দাঁড়িয়ে কোনো ক্ষুদার্থ প্রেম খোঁজে ফেরে
তার পুরোনো প্রেমিকাকে ,
সেই একই সময় এক শিক্ষিত যুবক চাকরি ভিক্ষা করে অশিক্ষিতের কাছে।
বোবার পৃথিবীতে দর্শক আসনে সময়
হাততালি দেয়
প্রতিবার হেরে বাঁচার আগেই মৃত্যুর সম্পর্ক সেজে
গেঁথে দেয় দেওয়াল বুকের প্রতি কোষে আর শিরায় ।
কাঁচগুলো সব অস্বচ্ছ হতে থাকে
হতে থাকে চিৎকার
আমার মতো কেউ রাষ্ট্রের বুকেতে তেরেঙ্গা গেঁথে রক্তাক্ত করে বর্তমান
আর তোর মতো কেউ চলন্তিকা জড়িয়ে ধরে আমায়
কানে কানে বলে ফিসফিস করে
বোকা ছেলে
আমি যদি তোর প্রেমিকা হতে পারি
তবে হতেই পারবো মা ,শুধু সময় দরকার।
No comments:
Post a Comment