গুড ফর নাথিং
..... ঋষি
.
অনেকটা জং জমে আছে আমার শিঁড়দাঁড়ায়
বারংবার নিজের মতো কাউকে আমি দাঁড়িয়ে থাকতে দেখি
তোর বাড়ির সামনে ,বড়ো চৌ রাস্তায়
হাজারো লোকের ভিড়ে এই শহরের অপেক্ষামান বাসস্ট্যান্ডে ,
ক্লান্ত চোখগুলো ,ক্লান্ত শরীর
সবচেয়ে অদ্ভুত হলো এই মানুষগুলো বেঁচে থাকা।
.
এই শহরে সকলে ছাদ আটা রহর্স্যে থাকে
অথচ আমার মতো কেউ কেউ থেকে যায় খোলা আকাশের নিচে ,
বেপরোয়া ,একগুঁয়ে ,জেদি কিছু মন্তব্য সময়ের
এরা গ্রাহ্য করে না ,
আকাশের দিকে তাকিয়ে নিজের অহং এ খুঁজে নেয় তারা খসা
নিজের খসে পড়া দেখে আনন্দে হাততালি দেয়
কারণ এরা জানে
আকাশ যে চিরকালের ,চিরকালীন
আকাশের তো বদল নেই।
.
অনেকটা জং ধরে গেছে সময়ের আয়নায়
স্থানান্তরিত ভাবনারা হঠাৎ আয়নায় টর্চ মেরে দেখে আলোর প্রতিফলন ,
ফিরে আসা আলো আলাদিন হয়ে জ্বলতে থাকে
খোলা আকাশের নিচে হাজারো তারাদের দেশে ,
সবকিছু ব্রাত্য হয়ে যায়
সবকিছু গুড ফর নাথিং
শুধু কিছু প্রতিবাদ থেকে যায়।
থেকে যায় বুকের রক্তে চান করা সময়ের ফিরে আসা ,
অভিষেক হয়
অভিষিক্ত নিজের প্রদেশে রাজা ,রানী ,গোলাম
নিজের ভাবনায় থেকে যায় ,
আসলে দেওয়ালে পিঠ থেকে গেলে
আমার মতো মানুষগুলোই স্বার্থপর হয়ে যায়
হয়ে যায় গুড ফর নাথিং।
No comments:
Post a Comment