Saturday, July 4, 2020

বিমান সেবিকা ও শব্দযান


বিমান সেবিকা ও শব্দযান 
.... ঋষি 
.
নীল চোখে বিমান সেবিকা তুমি 
ভিজে চোখে আকাশ মেঘে অগোছালো টাপুর টুপুর  বৃষ্টি ,
মেঘ ভেঙে এগিয়ে যাওয়া জীবনটা 
শহর থেকে দেখতে পাওয়া তোমার শব্দ যান। 
অনবদ্য সৃষ্টি 
মেঘ ভাঙা জীবনের আগামীতে। 
.
নিষিদ্ধ সম্পর্কে হাত বাড়িয়ে গুলিয়ে ফেলা ক্রমাগত জীবন 
খিদের হাঁড়িতে বাড়তে থাকা সময়ের নিশান 
আকাশ খুঁজছে মাটি। 
বিমান সেবিকা তোমার শব্দ যানে  চড়ে পাড়ি দেওয়া  অযুত নিযুত জীবন 
পা বাড়িয়ে এগিয়ে যাওয়া বোবা দৃষ্টি 
আজকাল আর সত্যির  দরজাটা স্বপ্নের  চোখে ধরা পরে না। 
.
বিমান সেবিকা তোমার নীল রঙের শাড়ি 
সময়ে ঠেলান দিয়ে দাঁড়ানো জীবন উত্থান পতনে লেগে অতৃপ্তি
জানি বিমানের জানলা দিয়ে আকাশ দেখা সে তোমার অস্থিরতা।  
অস্থির ভাবনাটা আসলে তোমার শব্দ যান
তাই ইদানিং বুঝতে পারি না কোনটা তোমার আকাশ  
আলাদা করে আজকাল আমি আর চিনতে পারি না খোলা আকাশটাকে । 
.
নীল চোখে বিমান সেবিকা 
আকাশ আর মাটির মাঝে তোমার দূরত্ব শুধু শব্দ যানে। 
মেঘ ভেঙে গুলিয়ে ফেলা জীবন 
শহর থেকে অন্ধকার হাতড়ে তোমার বৃষ্টি যান সময়ের দরজায়  ,
আমি শহরে দাঁড়িয়ে একা 
খুঁড়ে ফেলছি আকাশ টাপুর  টুপুটি বৃষ্টি মেখে। 
 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...