Thursday, July 9, 2020

নমস্তুতে


নমস্তুতে 
... ঋষি 
.
বিবর্তন আর আবর্তনের তফাৎ এ 
কিছু প্রশ্ন পুরাতন ,
আধুনিকতার নিলজ্জ আগ্রাসন সময় যেখানে পণ্য 
বন্ধ খাঁচার ভিতর জীবন বড় নগন্য। 
.
চেনা আসবাব 
চেনা আবর্তন 
ফিরে আসা সময় শুধু মাত্র পা বাড়ানো একবিংশ। 
সভ্যতা ফিরছে নারী 
তুমি শক্তিরূপে নমস্তুতে 
তুমি ধাত্রী রূপে নমস্তুতে ,
তুমি মাতৃ  রূপে নমস্তুতে 
তুমি প্রেমের রূপে নমোস্তুতে 
নমস্তুতে আমার বুকের মাটিতে তোমার সাধন
আমার দেশের মাটিতে সাধন 
সাধন ঈশ্বর রুপী জন্ম। 
.
তবু জানো কান্না পায় 
বিবর্তন আর আবর্তনের তফাৎ এ 
সময় বদলায় ঠিক ,
কিন্তু বদলায় না প্রাচীন হস্তিনাপুরে দ্রৌপদী। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...