Sunday, July 5, 2020

ঈশ্বর যখন সামাজিক



ঈশ্বর যখন সামাজিক 
.... ঋষি 
.
চোখ বন্ধ হয়ে যাবে   
বুকের প্যাটার্নে সাজানো কবিতার রঙের সামাজিকতা  ,
সারা আকাশ জুড়ে চাপা দংশন। 
মেঘ যখন ধ্বংস হয়ে বৃষ্টি নামায় শহরের সময়ের অনিদ্রায় 
তখন ভাবি 
জীবন আর জীবিতের মাঝে তৃতীয় স্তর 
একটা অভিশপ্ত কবিতা। 
.
ঘুম আসবে না 
সাজানো শহরতলির সাংসারিক রান্নাঘরে হাতা ,খুন্তির সামাজিকতা,
আমার অসামাজিক আকাশে 
ঈশ্বরের মতো ক্রমাগত বৃষ্টির ফোঁটা। 
শহরের রাস্তার জমা সামাজিক নোংরা জল ডিঙিয়ে ঈশ্বর হাসেন ,
ঠিক সেই সময় বাজে আমার অসম্পূর্ণ রিংটোন  
ওপাশ থেকে কেউ তোর গলায় বলে 
শহর বাড়ছে আর সময় ক্রমাগত সংকীর্ণ ঈশ্বরের। 
.
চোখ বন্ধ হয়ে যাবে 
বুকের প্যাটার্নে সারি দেওয়া তাসের সাম্রাজ্য ,
সাহেব ,বিবি ,গোলাম 
অথচ গুপ্ত হত্যা সামাজিক নয় কোনোকালেই,কোনো ইতিহাসে। 
প্রমান সাক্ষ সামাজিক 
মৃত অনাবৃত শরীরে নাজারেথের যিশু বয়ে নিয়ে চলেন কালের চাকা 
হিসেবে নিকেশের বাইরে ,
সময়ের বাইরে 
সহজাত প্রকৃতির বৃষ্টি যখন রক্ত ফোঁটা ,
তখন ঈশ্বর হাসেন 
রক্ত ফোঁটায় লেখেন কবিতা 
প্রকৃত ঈশ্বর কখনো সামাজিক হতে পারেন নি। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...