Sunday, July 5, 2020

ঈশ্বর যখন সামাজিক



ঈশ্বর যখন সামাজিক 
.... ঋষি 
.
চোখ বন্ধ হয়ে যাবে   
বুকের প্যাটার্নে সাজানো কবিতার রঙের সামাজিকতা  ,
সারা আকাশ জুড়ে চাপা দংশন। 
মেঘ যখন ধ্বংস হয়ে বৃষ্টি নামায় শহরের সময়ের অনিদ্রায় 
তখন ভাবি 
জীবন আর জীবিতের মাঝে তৃতীয় স্তর 
একটা অভিশপ্ত কবিতা। 
.
ঘুম আসবে না 
সাজানো শহরতলির সাংসারিক রান্নাঘরে হাতা ,খুন্তির সামাজিকতা,
আমার অসামাজিক আকাশে 
ঈশ্বরের মতো ক্রমাগত বৃষ্টির ফোঁটা। 
শহরের রাস্তার জমা সামাজিক নোংরা জল ডিঙিয়ে ঈশ্বর হাসেন ,
ঠিক সেই সময় বাজে আমার অসম্পূর্ণ রিংটোন  
ওপাশ থেকে কেউ তোর গলায় বলে 
শহর বাড়ছে আর সময় ক্রমাগত সংকীর্ণ ঈশ্বরের। 
.
চোখ বন্ধ হয়ে যাবে 
বুকের প্যাটার্নে সারি দেওয়া তাসের সাম্রাজ্য ,
সাহেব ,বিবি ,গোলাম 
অথচ গুপ্ত হত্যা সামাজিক নয় কোনোকালেই,কোনো ইতিহাসে। 
প্রমান সাক্ষ সামাজিক 
মৃত অনাবৃত শরীরে নাজারেথের যিশু বয়ে নিয়ে চলেন কালের চাকা 
হিসেবে নিকেশের বাইরে ,
সময়ের বাইরে 
সহজাত প্রকৃতির বৃষ্টি যখন রক্ত ফোঁটা ,
তখন ঈশ্বর হাসেন 
রক্ত ফোঁটায় লেখেন কবিতা 
প্রকৃত ঈশ্বর কখনো সামাজিক হতে পারেন নি। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...