কালবেলায়
... ঋষি
.
বুকগুলো ছিঁড়ে গেছে
ভিন্ন হাজারো মহাদেশের মতো আমাদের প্লেটনিক ভাবনায়
আজ স্বপ্নের ঘরে উচ্চতার কয়েকফুট।
নদীগুলো সব মিশে গেছে
একের পর এক ভাংগাচোরা সম্পর্ক রেশ
আমাদের প্রতিফলিত ভাবনাকে বিচ্ছুরিত করেছে আগামীতে
আমাদের অনন্ত নিরিবিলিতে।
.
যেখানে কেউ কোত্থাও নেই
যেখানে কোনো শব্দ নেই,
যেখানে সহস্রপ্রাচীন ভাংচুর বুক শুধু অনন্ত অপরাধ,
সেখানে আর কিছু নেই
জন্মের তিন পুরুষ ছুঁয়ে সময়ের কালবেলায়
আমরা পাথরে লিখেছি নাম।
.
বুকগুলো সেলাই করে
কষ্টগুলো খোদাই করব ক্রমশ দাবদাহ,
অনন্ত ভাবনাদের বুকের উচ্চতায় স্বপ্নের কয়েকফুট
জানি দিনগুলো ঠিক কেটেই যাবে গত জন্মের মতো।
জানি আগামীতে জন্মাবে আমাদের মতো মুখ
আমার মত কেউ তোমার বুকে দাঁত দিয়ে খোদাই করবে অক্ষর
মাত্র চারটে অক্ষর,
তারপর সেখানে ফুটবে স্নেহ, ফুটবে স্পর্শ।
জানি সবকিছু মুছে যাবে একদিল
সিলখোদাই করে আকাশের বুকে ফুটে উঠবে দুটো নক্ষত্র
আমাদের মতো ।
No comments:
Post a Comment