Monday, July 13, 2020

ছ-টুকরো



ছ- টুকরো 
.... ঋষি 
মেঘ, শহর, জীবন 
অদ্যপ্রান্তে লেখা হ য ব র ল নিরুপায় ভাবনায়, 
ঋতু চক্র চিরকাল বেহিসাবি
তবুও সময় মাত্রা ছাড়ে না।  
মহাসমরোহে বাড়তে থাকা সময়ের চামড়ায় অতীতের কালো দাগ
কিছু দাগ তুলে ফেলা মুশকিল, 
কিছু বদলানো 
তবুও সময় একলা থাকে না। 
শহরে বাড়তে থাকা মৃত লাশ
অজস্র হৃদয়গুলো ঘরের চারাগাছে সবুজ খুঁজতে থাকে,
সাজানো সংসার
তবুও সময় ভালো থাকে না।
ফিরে আসছি শহর ধরে
দুপাশে ঝাঁ চকচকে রাস্তায় অসংখ্য একা ফেরা, 
অসংখ্য ইতিহাস 
তবুও সময় ঘুম আসে না। 
আজ রাতে বৃষ্টি সারা শহর জুড়ে
এক হাঁটু জল, মাথার সিলেবাসে  কাদা কাদা ভাবনা, 
আগামীর সেল্ফিতে তবুও বেঁচে ফেরা
তবুও সময় মরতে পারে না। 
মেঘ, শহর, জীবন 
শেষে লিখতেই হয় একটা পুড়তে থাকা  সিগারেট, 
তবু স্বপ্ন দেখা, ভাবনার মায়াজাল
তবুও সময় ছিঁড়তে পারে না।    

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...