ছ- টুকরো
.... ঋষি
১
মেঘ, শহর, জীবন
অদ্যপ্রান্তে লেখা হ য ব র ল নিরুপায় ভাবনায়,
ঋতু চক্র চিরকাল বেহিসাবি
তবুও সময় মাত্রা ছাড়ে না।
২
মহাসমরোহে বাড়তে থাকা সময়ের চামড়ায় অতীতের কালো দাগ
কিছু দাগ তুলে ফেলা মুশকিল,
কিছু বদলানো
তবুও সময় একলা থাকে না।
৩
শহরে বাড়তে থাকা মৃত লাশ
অজস্র হৃদয়গুলো ঘরের চারাগাছে সবুজ খুঁজতে থাকে,
সাজানো সংসার
তবুও সময় ভালো থাকে না।
৪
ফিরে আসছি শহর ধরে
দুপাশে ঝাঁ চকচকে রাস্তায় অসংখ্য একা ফেরা,
অসংখ্য ইতিহাস
তবুও সময় ঘুম আসে না।
৫
আজ রাতে বৃষ্টি সারা শহর জুড়ে
এক হাঁটু জল, মাথার সিলেবাসে কাদা কাদা ভাবনা,
আগামীর সেল্ফিতে তবুও বেঁচে ফেরা
তবুও সময় মরতে পারে না।
৬
মেঘ, শহর, জীবন
শেষে লিখতেই হয় একটা পুড়তে থাকা সিগারেট,
তবু স্বপ্ন দেখা, ভাবনার মায়াজাল
তবুও সময় ছিঁড়তে পারে না।
No comments:
Post a Comment