Thursday, July 2, 2020

সময়ের আলো




সময়ের আলো 
.... ঋষি 
.
সারাটা রাত জেগে আছি 
রাত ফোরানো চিঠিরা মনের ডাকবাক্স খুলে আকাশের পাখি। 
.
সারা আকাশ জুড়ে পাখি 
ভোরের ডাকবাংলোর বারান্দা দিয়ে দেখা পাহাড়টা ডাক দেয় 
সময়ের আলোর। 
আলো যেন মুক্তির চিৎকারে তোর ফোনের রিংটোন হয়ে বেজে ওঠে 
 " আমার মুক্তি আলোয় আলোয় "। 
.
এই শহরের সকালের দরজা খুলে যখন ব্যস্ততার কড়া নাড়ে 
পাশের বাড়ির রেডিওটা চিৎকার গুডমর্নিং কলকাতা ,
আমি বুঝি 
হঠাৎ করে আরেকটা দমকা হাওয়া দিন হয়ে অপেক্ষায়। 
বুঝলি চলন্তিকা দিনগুলো কেটে যায় 
আমার শহরের  ওপর থেকে দেখা তথ্য চিত্রে দেখে আমি বুঝতে পারি 
এই শহরে ভালোবাসা নেই 
নেই ভালোবাসার ঘর  ,
শুধু কতগুলো জ্যান্ত  লাশ,পচা মরা দুর্গন্ধ 
তার এপাশ আর ওপাশ। 
.
কষ্ট হয় চলন্তিকা  অন্ধকার চিরকাল ফিরে ফিরে আসে
ফিরে আসে অন্ধকার শহরে নিজের মৃত অস্তিত্ব ,
হঠাৎ  ঘুমের মধ্যে
হঠাৎ ঘোরের  মধ্যে তবুও ফিরে আসে 
সেই স্বপ্নটা  ,
সারা আকাশ জুড়ে পাখি 
ভোরের ডাকবাংলোর বারান্দা দিয়ে দেখা পাহাড়টা ডাক দেয়
সময়ের বেঁচে ফেরার। 
 
 
 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...