আদিম অনুভব
... ঋষি
.
একটা গল্প লিখছি শেষ বিকেলের লালচে সূর্যে
একটা গল্প যেখানে কোনো নারী কিংবা পুরুষ নেই
আছেন একজন ঈশ্বর।
চোখ যখন বুকের মৃত্যু ফুঁড়ে এঁকে দেয় খোলা আকাশের বুকে স্তব্ধতা
মেরুকরণের সংজ্ঞা যখন বদলে দেয় পৃথিবীর মাটি
সেখানে তখন নদী তৈরী হয় ঈশ্বরের মতো।
.
যে গল্পটা আমি লিখছি সেটাই কোনো নারী কিংবা পুরুষ নেই
আছে আকাশের মেঘ ,আছে দুঃখের বৃষ্টি ,আছে সুখের রৌদ্র
আর আছে দুটো পাহাড়ের আড়ালে একটা আদিম গ্রাম ,
যেখানে লেপ্চা মহিলারা প্রতিদিন কাজের পরে
ঝাঁপিয়ে নিজস্ব পুরুষের বুকে।
যেখানে সময়ের যন্ত্রণাগুলো আঁকিবুঁকি কেটে এমন এক বিকেলের জন্ম দেয়
গভীর প্রেমে ,
পাহাড়ের চূড়ায় তখন কোনো কবি দাঁড়িয়ে ছুঁড়ে দেয় দুহাত আকাশে
মুক্তির পাখিরা ঠিক এমন করে বাড়ি ফিরে যায়।
.
একটা গল্প লিখছি বিকেলের শেষ লাল সূর্যে
ছায়ারা যেখানে ঈশ্বরের মতো একলা ছুঁয়ে আরো দীর্ঘ ,
সময় যেখানে কোনো প্রশ্ন নয়
আদিম অনুভব।
ঈশ্বরের ঘরে আসলে দুটো চাবি রাখা আছে যাদের নাম নারী ও পুরুষ
তুমি জানো চলন্তিকা ঈশ্বর বুদ্ধিমান
হিসেব করে নিজের দাঁড়িপাল্লায় দাঁড় করায় সময়ের জীবন।
সময় বদলায়
বদলায় জীবন
যেমন করে এখন বিকেলের সূর্যটা ঈশ্বর সাক্ষী রেখে
আমার মাথার নিউরনে ছড়িয়ে দিচ্ছে আলো ,
ছড়িয়ে দিচ্ছে স্পর্শ
সে যেন আদিম ঈশ্বর,একটা অসমাপ্ত গল্পে ।
No comments:
Post a Comment