ক্লান্ত বৃষ্টি
... ঋষি
বৃষ্টিদের বলিনি সব
সময়ের গন্ধে কৌটো বন্দি ছক্কা ,পুঁটের বৃত্তান্ত।
.
শুধু ঝড় ঝড়
শুধু অহরহ।
সময়ের রৌদ্র মুড়ে কেমন এক স্যাতস্যাতে মেঘলা মন।
.
শহর ভিজছে
এক হাঁটু জল ভেঙে বাড়ি ফিরে আসছে সেই সময়ের গল্প ,
সামনে রিকশা এসে থামলো
থামলো শহর।
.
ক্রমশ চোখ বন্ধ
ছড়িয়ে ছিটিয়ে স্যাতস্যাতে কিছু উপন্যাসের জীবন আজ বৃষ্টিতে
কলমের নিব বেয়ে জীবন যখন যন্ত্রনা হয়ে যায় ,
তখন একলা বৃষ্টিতে আমার শহর
ক্লান্ত ভীষণ।
.
বৃষ্টিদের বলিনি সব
একলা দাঁড়িয়ে ভিজেছি শহরের রাস্তায় দাঁড়িয়ে চায়ের ভাঁড় ,
ক্রমশ পরিত্যক্ত এক আলো ফুরোনো কাব্য।
গাড়ির ওয়াইপারে এখন শহর ভীষণ আলাদা
ভীষণ অন্যরকম আবছা
শহরের আলোর পোস্ট।
No comments:
Post a Comment