Saturday, July 11, 2020

ক্লান্ত বৃষ্টি


ক্লান্ত বৃষ্টি  
... ঋষি 

বৃষ্টিদের বলিনি সব 
সময়ের গন্ধে কৌটো বন্দি ছক্কা ,পুঁটের  বৃত্তান্ত। 
.
শুধু ঝড় ঝড়
শুধু অহরহ। 
সময়ের রৌদ্র মুড়ে কেমন এক স্যাতস্যাতে মেঘলা মন। 
.
শহর ভিজছে 
এক হাঁটু জল ভেঙে  বাড়ি ফিরে আসছে সেই সময়ের গল্প   ,
সামনে রিকশা এসে থামলো 
থামলো শহর। 
.
ক্রমশ চোখ বন্ধ 
ছড়িয়ে ছিটিয়ে স্যাতস্যাতে কিছু উপন্যাসের জীবন আজ বৃষ্টিতে 
কলমের নিব বেয়ে জীবন যখন যন্ত্রনা হয়ে যায় ,
তখন একলা বৃষ্টিতে আমার শহর 
ক্লান্ত  ভীষণ। 
.
বৃষ্টিদের বলিনি সব
একলা দাঁড়িয়ে ভিজেছি শহরের রাস্তায় দাঁড়িয়ে চায়ের ভাঁড় ,
ক্রমশ পরিত্যক্ত এক আলো ফুরোনো কাব্য।  
গাড়ির ওয়াইপারে এখন শহর ভীষণ আলাদা 
ভীষণ অন্যরকম আবছা 
শহরের আলোর পোস্ট।  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...