Sunday, July 27, 2014

RISHI026@GAMIL.COM

আমার মুক্তি
............. ঋষি

সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে
আমার বিশ্বাস বাস করে।
কোনো উড়ন্ত বিহঙ্গের মতো
তোমার দৃপ্ত দৃষ্টিতে
আমার মুক্তির গান লেখা।

আমার কবিতার ধারাপাতে
ধরিত্রী থেকে উঠে আসে সীতা বারবার।
আসলে আমার কবিতায় প্রেম বাস করে
কতো রূপে আমার অন্তরের স্পর্শগুলো।
সাদা পাতায় শান্তির গান গায়
তোমায় ছুঁয়ে গড়িয়ে নামে আমার আকাঙ্খার
তিস্তা নদী তোমার আছিলায়।

তিস্তা,তিস্তা ,তিস্তা
তুমি এক স্রোতস্বিনী আমার হৃদয়ে।
টুকরো টুকরো বিভক্ত আমিতে তুমি মিশ্রিত
আমার কবিতায় তোমার গান
তোমার স্পর্শ আমার মুক্তি।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...