Wednesday, July 16, 2014

rishi026@gmail.com

জাতক কল্পনায়
............... ঋষি

বুকের ভিতর উথালপাথাল
এক হাঁটু জলে দাঁড়িয়ে জাতক কল্পনায়।
নোনা জল ,বৃষ্টির জল মিশে একাকার
বুকের কাছে কিছু কষ্ট খাবি খায়।

আমার শূন্য খাঁচায় কয়েকটা শূন্য
আকাশের পাখিগুলো বন্দী তোর খাঁচায়।
কষ্ট হয় ,ভীষণ কষ্ট
জানিস তো বন্দী থাকলে ভালবাসা যায় না।
আর বন্দী রাখলেই
ভালো  রাখা যায় না।

সব নিয়মগুলো মিলেমিশে অধিকার
অধিকার চারপাশে পাঁচিলের টুকরো টুকরো ঘর।
চার দেয়ালের সম্পর্কের আড়ালে
হাজার ঘর ,হাজার ঘর।
জানিস তো ঘরগুলো সব বোতলবন্দী
আর বোতলে তো ভালো থাকা যায় না।

বুকের ভিতর উথালপাথাল
জাতক কল্পনায় ফিরে আসা স্পর্শগুলো।
এক একটা দিন তোর সাথে
ভালোবেসে ভালোথাকা মনের খাঁচায়।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...