Thursday, July 17, 2014

RISHI026@GMAIL.COM

একলা সড়ক
............ ঋষি

শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তায়
পাখিটা ডানা ঝাপটায় ,একটা আশ্রয় খোঁজে।
খুব বৃষ্টি আজ
সামনে পরে থাকা ক্যানাস্তারে ড্রামের শব্দ।
পাখির বুকে হাহাকার
একটা শহর আমার হতো।

ফেলে আসা পথে পিছনে হাঁটা
ব্যস্ত সরগরম দিনগুলো।
ঠোঁটের  সাথে ঠোঁট ঘষে তপ্ততায় হাঁটা
আনকোরা সেই বিকেলবেলা।
দুচারটে  পালক খসে গেল
পাখি আবার আকাশে উড়ে গেল।

শহরের সুনসান গলিতে
একটা চারশো স্কোয়ারফিট বন্ধ দরজা।
পাখিটা দরজা খোঁজে
এড়িয়ে যাওয়ার ,পালিয়ে যাওয়ার।
দূরত্বের আকাশে
এক বুক স্বপ্ন ভেজা বিকেলবেলা।

হেরে যাওয়া এক কাপ চায়ে চুমুক
রেলিঙ্গের আড়ালে লুকিয়ে ভয়ংকর অজগর।
হা করে আসা আকাশের দিকে
তাকিয়ে পাখিটা স্বপ্ন খোঁজে।
ভালোবেসে উড়তে চাওয়ার ইচ্ছার আঙ্গিনায়
খিদের পৃথিবী ব্যস্ত সড়ক। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...