Saturday, July 19, 2014

RISHI026@GMAIL.COM

অগ্নি সাক্ষী হৃদয়
..................... ঋষি

চলন্ত অগ্নুপাতের মাঝে
দু এক সময় আমার খামচে ধরা হৃদয়।
তোমার হৃদয়টাকে কাছে চাই
তোমার শরীরের গন্ধটা তখন অচেনা লাগে
শুধু তোমার হৃদয়ে তলিয়ে যেতে চাই।

এ যেন প্রাচীন কোনো ধর্মগ্রন্থের স্লোক
সলজ্জ নয়নে তোমার চাওয়াটুকু।
আমাকে মুক্তি দেয় এক আকাশ স্বপ্নে
আকাশের নক্ষত্ররা সাক্ষী থাকে
এখন রাত্রি তোমাকে কাছে পাওয়ার সময়।

আবার সকাল আসে ,একটা ব্যস্ত দিন
দু পায়ে মাড়িয়ে যায় জীবন ফুটপাথে।
শুধু এতটুকু চাওয়া তোমার কাছে
জড়িয়ে থেকে প্রতিমূহুর্তের সংশয়
তোমার হাসিতে নিজেকে খুঁজে পাওয়া।

কানের কাছে চলতে থাকা ফিসফিস
রেললাইনের ধারে শুয়ে থাকে হৃদয়।
শুনতে চাই দূরত্বের শব্দের ছোটো খুনসুটি
তোমাকে ছেড়ে দিতে হবে ,চলে যাবে ট্রেন
অন্য কোনো দেশে ,অন্য অধিকারে।

চলন্ত অগ্নুপাতে মাঝে
তখন আমি একা এক না বলা কাব্য।
কবিতার শিরায় শিরায় বিষ
আর তুমি চোখের পাতার দুচারটে পালক
ধরা দিয়ে সরে যাও আবার অন্য দিনে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...