Thursday, July 24, 2014

RISHI026@GMAIL.COM

কি রে তুই কোথায় ?
............... ঋষি

কি রে কিছু বল
এই তুই আছিস তো আমার সাথে।
এই শুনতে পাচ্ছিস আমার ডাক
বুকের ভিতর পাথর ভাঙ্গার শব্দ।
কি রে শুনতে পাচ্ছিস ?

আজকাল বিকেলে এক কাপ চা তোর ঠোঁটে
সকালের খোলা আকাশে আমার বুকে মেঘ।
সাপ লুডোর ছকে বাঁধা জীবন
কখন তোকে ছুঁয়ে দেয় আবার সবার নিচে।
তলিয়ে যায় ,হারিয়ে যায় ,মিশে যায়
আসলে মিশে যেতে চাই তোর বুকে
তাইতো আজকাল বৃষ্টি আমার শহরে।

আজকাল সন্ধ্যের আরতি তোর নামে
হারাতে চাই না এক মুহূর্ত।
শুধু ছুঁয়ে যেতে চাই তোর গভীরে লুকোনো মেঘ
একটু বৃষ্টিপাত আমার শহরে।
আমি ভিজে যায় আর ভিজতে থাকি
তোকে ছাড়া হেঁটে যায় ফুটপাথে গভীর রাতে।
আজকাল আমার শহরে বৃষ্টি বারোমাস।

কি রে কিছু বল
এই আমি তো বলে দিলাম আমার বাঁচার মানে।
এই আমি তো করে দিলাম নিঃস্ব নিজেকে
তুই কি শুনতে পাছিস আমার ডাক।
কি রে তুই কোথায় ?

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...