Friday, July 18, 2014

RISHI026@GMAIL.COM

বৃষ্টির জন্মদিন
.............. ঋষি

ভেজানোর কথা ছিল
ছাদের কড়িকাঠে দুচার মুহুর্তের আলাপন।
বালিস ভিজে গেল
বাইরে এখন তুমুল বৃষ্টি।
বৃষ্টির জন্মদিন আজ ,ভালো থাকিস
আমার বুকে তুমুল বৃষ্টি।

আলাপনের ঘনঘটা তোর ফোন নাম্বার
কিন্তু আমার ওয়ার্ডস আপ নেই।
তাই বলে বৃষ্টি হয় না এ বুকে কে বললো
এ আকাশে এতো মেঘ।
চারধার শুধু কালো কালো অন্ধকার
বৃষ্টি আয় মাটিতে ,,আজ তোর জন্মদিন।

জীবনের দুচার পাতায় না হয় আমায় লিখিস
বৃষ্টির কাদামাটি না হয় শরীরে মাখিস।
দেখবি আমার গন্ধ সেখানে
তোর হৃদয়ে ,,খুব গোপনে তোর সাথে।
বৃষ্টি তুই ভালোথাকিস আজ তোর জন্মদিন
আমি মাটি তোর শুভেচ্ছায়।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...