Thursday, July 17, 2014

RISHI026@GMAIL.COM

যন্ত্রণার স্পর্শ
,,,,,,,,,,,,,,,,,,, ঋষি

একটা আহত দিন
মুক পশুর মতো এক চোখ জিজ্ঞাসা।
কি হবে ,কেন হলো
ভুল কিছু মায়ার অব্যক্ত যন্ত্রণা।
ছড়ানো ছেটানো ফ্ল্যাশ ব্যাকে ছায়াছবি
বড় কষ্ট দায়ক।

তুই বুঝিস নি আমায়
হয়তোবা বোঝাতে পারি নি অস্তিত্বদের ভিড়ে।
পুরনো প্রযুক্তির রক্তক্ষরণ ,ঠিক তাই
কিন্তু যন্ত্রণা তো যন্ত্রণা থাকে।
যে নামে ডাকিস না কেন আমায়
ভালোবাসা সেই একই থাকে।

একটা মেঘলা দিন
তোর দুচোখ ছুঁয়ে বৃষ্টির ধারা।
আমি ঠিক স্পর্শে পাচ্ছি না বলা কথা
কিছু উষ্ণ মুহুর্তের অদ্ভুত আবাহন।
আমাকে ডাকছে হৃদয়ের যন্ত্রণার রক্তপাত
কেউ যেন আমাকে ভালোবাসছে।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...