Thursday, July 31, 2014

rishi026@gmail.com

কে তুই
............... ঋষি

সুন্দর ভেবে তোকে সাজায় ফুলচন্দনে
বুকের পাথরে আমি অবাঞ্চিত কবিতা।
হেঁসেল ঘেষে বেড়ে ওঠা অভিমুন্যের
শুধু হেরে যাওয়া যুদ্ধের ছবিটা।

সহস্র সঙ্গমে জমে ওঠা পারদ
শরীর ছাড়িয়ে আকাশি রঙের ঢেউ।
নীলনদের কালো জলে আরক্ত চোখ
ভালোবাসা তোর অন্তিম কেউ।

শীত্কার শুধু শীত্কার
শরীর দিয়ে দেওয়াল ঘষে দেখিস।
বিছনার কবিতারা কাঁদছে
নিজেকে একটু মিলিয়ে মিশিয়ে রাখিস।

পুড়িয়ে দিয়ে , পিছিয়ে যাওয়া দেওয়ালে পিঠ
কোনো এক ম্যাগাজিনে কল্পিত মিথ।
সময় চলিয়া যায় ,সীতার আগুনে ছাই
বিন্দাস বিলকুল ,রোমান্টিক নগ্ন গীত।

মোটা ভীষণ ,মোটা ,তুচ্ছ জীবন্ত চোখ
জানিস তো শরীর আহুতি  চাই পুড়তে।
কিন্তু সমুদ্র সৈকতে শুধূ বালি
ঝড় আর ঝড় ,যাচ্ছিস শান্তি ধরতে।

সুন্দর করে সাজিয়ে রাখিস
বুকের তরঙ্গে ঢেউ আদরনীয় কবিতা।
তোর আঁচলে বাঁধা সিঁথির লাল রং
শুধু পেতে চাওয়া গভীর প্রেমের ছবিটা।





No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...