Tuesday, July 15, 2014

RISHI026@GMAIL.COM

নতুন পৃথিবী
.............. ঋষি

খবর ছিল আগে থেকেই
এম্বুলেন্সের শব্দে চোখ খুলে গেলো।
চোখ খুলে দেখি পৃথিবী কাঁপছে
জ্বলন্ত অঙ্গারের ভিতর জীবনগুলো
হাসছে ,খেলছে ,আর দিন কাটাচ্ছে।

পৃথিবীর বিষুব রেখা ধরে হাঁটছিলাম
সামনে নীল ,তারপর সবুজ ,তারপর আকাশ।
হেলানো পিরামিডের নিচে লোকানো
কোনো আশ্চর্য কারণ ঈশ্বর।
যে শুয়ে ছিল দাঁড় করাতে অন্য পৃথিবী
সমুদ্রের জলে।
অনেকটা পিছিয়ে আবার হাঁটা শুরু
সুমেরু ,কুমেরুর দুরত্বটা বোধহয় কমছে
যেমন জীবন আর মৃত্যু।

খবর হলো খবর হলো
জব্বর খবর পৃথিবী থেমে গেলো।
পৃথিবীর বিষুব দন্ড ভেঙ্গে নতুন পৃথিবী
এম্বুলেন্সহীন নতুন পৃথিবী ,
আমার রোগ সেরে গেলো একা থাকার। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...