Wednesday, July 30, 2014

rishi026@gmail.com

মিথ্যা সত্যচারিতা
.................. ঋষি

কয়েকটা গান্ধীর টুকরো ভীষণ জরুরী
আমার তোমার জীবনের প্রতি দিনের পথ চলায়।
বাকি টুকু শুধু বেঁচে থাকা
আর তার জন্য ব্যস্ত জীবনের দৈনন্দিন নগ্নতায়।

পণ্য আর পুন্যের মাঝের তফাৎটা
বোঝে সবাই, তবু পন্যটাকে বেছে নেয়।
প্লাস্টিক স্মাইলে লুকোনো হাসির কষ্টগুলি
চিরকালীন কোনো অন্তরদহন।
আসলে আজকের সময়টা ভীষণ সাজানো
তবু মানুষ খুশি কৃত্রিমতায় ,
শুধু অহেতুক জটিলতায় জীবনটাকে বেছে নেয়।

কারণ আছে ,কারণ লোভ ,আরো আর আরো
প্রেম যেখানে শারীরিক কিংবা স্বার্থের বারবনিতা।
মানুষ যেখান অহেতুক, অহেতুক বেঁচে থাকায়
কচি কচি মুখগুলো পরিপক্ক শ্রাবনে,
কায়িক যৌবন পূর্ণ কোনো নেশাতুর শ্রবনে।
আর জীবন চারপায়ের চলন্ত চিতা
মিথ্যা স্বপ্ন ,মিথ্যা দর্পণ ,মিথ্যা এই সত্যচারিতা।

কয়েকটা গান্ধীর টুকরো ভীষণ জরুরী
আমার তোমার জীবনের প্রতিদিনের পথ চলায়।
বাকিটুকু শুধু স্বপ্ন দেখা
আর তার জন্য মনুষত্ব বলি দৈনন্দিন মিথ্যাচারিতায়।


No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...